Early Indians

Early Indians

2018 • 256 pages

Ratings2

Average rating5

15

এই বইটা বেরিয়েছে ২০১৮ এর শেষের দিকে। ২০১৮ এর অন্ততঃ জুলাই পর্যন্ত এত সব তরতাজা তথ্য ও আইডিয়া আছে যে আমি আসলে জানি না কতটা পরিশ্রম করতে হয়েছে একদম শেষ মুহুর্ত পর্যন্ত।

বইটি ইন্ডিয়ার প্রাগৈতিহাসিক সময়কাল থেকে হরপ্পা, এবং সামান্য হরপ্পা পরবর্তী সময়টাকে ধরেছে। এই সময়টা নিয়ে সহজপাচ্য কিছু লেখাই অসম্ভব ছিল দশ বছর আগেও।

লেখা সাবলীল, সুপাঠ্য, মেদহীন।

ভারতবর্ষে জন্মানো মানুষের আত্মপরিচয়ের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা বই।

September 21, 2019