ক্রীতদাসের হাসি

ক্রীতদাসের হাসি

1963 • 80 pages

নওয়াসঃ এত হেসো না, এখনই আমিরুল মোমেনীন তা কিনে নেবেন।
আতাহিয়াঃ আহ্‌, আবু নওয়াস। আর একটু হেসে নিতে দাও। পেটে কুলুপ লেগে গেল। আমিরুল মুমেনীন আজকাল হাসির সওদাগরি করেন না কি?
নওয়াসঃ তুমি জানো না?
আতাহিয়াঃ না।
নওয়াসঃ হাসির অনেক দাম। লাখ দীরহামের-ও বেশি।

January 23, 2023