নন্দিত নরকে

নন্দিত নরকে

1972 • 70 pages

Ratings2

Average rating5

15

বই পড়ার পরের এই সময়টুকুন আমার অনেক বিষন্নের, এমন বইটি শেষ হয়ে যাবার দুঃখে। বইয়ের কাহিনির আঙ্গিকে গেইস করা যায়, দুঃখ আপাতত প্রশমনের সম্ভাবনা বেশ ক্ষীণ।
ব্রেইনে এতো ওয়ার্ডসও আসতেসে না যে কিছু লিখা যাবে (রিভিউ বলবার মতোন), পুরো বইটিতেই একটু স্যাডনেস ছাড়ানো, আর মায়াময়টাইপ আবহ ক্যামন যেন; হয়তো সংলাপগুলোর কল্যাণে, কিংবা স্টোরির টেলিংয়ে। এটা অবশ্যি কিছুক্ষেত্রে সমস্যাজনক, কজ আপনাকে উপন্যাস পড়াকালীন পুরোটা সময়ই দুঃখসমেত মুড নিয়ে থাকতে হয়, সমস্যাটা আরো প্রকট হয়, তখন;— যখন আপনি উপলব্ধি করেন, বইটি আপনার সম্পূর্ণ পড়া শেষ, এবং এই কাহিনি আপনার কাছে পুনরায় আর অপরিচিত ঠেকবে না।

সুন্দর একটা স্টোরির সংখ্যা কমে যাওয়াটা নিশ্চয়ই দুঃখজনক, নাহ?



.
পুনশ্চঃ নন্দিত নরকের নাম আর প্রচ্ছদ, দুটোই গল্পের মতোনই অসাধারণ।


~July 31, 2022.

July 31, 2022