জু
2003 • 272 pages

Ratings1

Average rating3

15

আশা করছি “সেভেন রুমস” গল্পটা অনেকদিন মনে থাকবে। “সো-ফার” এবং “কাজারি এ্যান্ড ইয়াকো” গল্প দুইটাও অনেকক্ষণ থামিয়ে রেখেছিল। “গথ” আর এইটা একসাথে পড়া হচ্ছে, এবং ইহা আগে শেষ হয়ে গেলো। রাইটারের মস্তিষ্ক আর তাঁর স্টোরিটেলিংয়ের প্রতি রীতিমতো আমার ঈর্ষা হচ্ছে।

এতো অদ্ভুত সুন্দর ব্যাপার এই শর্ট স্টোরির বইটায়—এবং মানসিক চাপ সমেত; ভীষণ অন্যরকম সব গল্প। আসলে এইটা শেষ হয়ে যাওয়াটাই একটা বিশাল দুঃখজনক ব্যাপার, যার পরিমাণ মাত্র ১১টা গল্প।

(সাইকোলজিকাল হরর অথবা ডার্ক ফ্যান্টাসিতে ঢুকানো যায় এগুলোকে, আর লেখকের টেস্ট সম্ভবত খারাপ লাগবেনা, বিশেষত যারা grotesque fantasy পছন্দ করে। হ্যাপি রিডিং!)



~March 10, 2022

March 10, 2022