Cover 1

গার্হস্থ্য বিজ্ঞান

গার্হস্থ্য বিজ্ঞান

Ratings1

Average rating4

15

আমরা অনেক সময় পাঠ্যবইকে তেমন গুরুত্ব দেইনা। কিন্তু এখানে ��েসব বিষয় অন্তর্ভুক্ত থাকে তা একেবারে নিরেট জ্ঞান। এজন্য পাঠ্যবই মনযোগ দিয়ে পড়া জরুরী। আমি গুগলে গৃহ ব্যবস্থাপনা নিয়ে সার্চ দিলে এই বইয়ের কিছু ইউনিট পাই। তখন পুরো বইটি নামিয়ে পড়া শুরু করি। এই বইয়ে মোট ১৬ টি ইউনিট রয়েছে, গৃহ ব্যবস্থাপনা, গৃহ ব্যবস্থাপনার ধাপ বা স্তর পরিচিতি, গৃহ সম্পদ ব্যবস্থাপনা, সময় ও শক্তি ব্যবস্থাপনা, সঞ্চয়, বিনিয়োগ ও ঋণ, আবাসস্থল পরিকল্পনা, গৃহনির্মাণসামগ্রী ও আনুষঙ্গিক বিষয়, আসবাবপত্র নির্বাচন,বিন্যাস ও গৃহসজ্জা , গৃহপ্রাঙ্গন,ছাদ ও বারান্দার ব্যবহার, পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনা, বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র, ফ্যাশন,স্টাইল ও ডিজাইন, বস্ত্রে রং ও ছাপা, পোশাকে শিল্পকলার উপাদান ও নীতি, পোশাকের ছাঁট ও সেলাই, বস্ত্রের দাগ অপাসারণ ও সংস্করণ।
নিত্য দরকারী বিভিন্ন তথ্য নিয়ে ইউনিট গুলো সাজানো এবং এই বিষয়গুলো জানা থাকলে সম্পদের সুষম ব্যবহার করা যাবে।

January 16, 2020