Ratings1
Average rating3
ভালো লাগছিলো কবিতাগুলো। কিছু কিছু পঙক্তিতে চোখ আটকে যাচ্ছিলো। “মানুষের মাঝে যারা গাছ/ তাদের আপন লাগে”। কিছু কিছু আটপৌরে ভাবনায় সরল গভীরতা উঁকি দিচ্ছিল। “নতুন করে দেখার কিছু নাই/ চাঁদ উঠলে তবু তাকাই কেন?”
খুব একটা ভালো লাগেনি “লেটস গেট পলিটিক্যাল” অংশের কবিতাগুলো। এই অংশের কাব্যভাষায় ক্রোধ এবং দ্রোহের বহিঃপ্রকাশ আমার কাছে পরিমার্জিত মনে হয়নি। কিছু কবিতায় হুমায়ুন আজাদের স্পষ্ট ঝলক। অবশ্য তাতে আপত্তির কিছু নেই।
কবির পরবর্তী কাব্যগ্রন্থগুলো পড়তে আগ্রহী হয়েছি। কবে পড়তে পারবো জানিনা। আমাদের এখানে বাংলাদেশের কবিতার বই পাওয়া দুষ্কর। তবু চেষ্টা করবো জোগাড় করার। “তারারা পড়ছে খসে” কবিতাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। “পুনর্জন্মে বিশ্বাস নেই কোনো/ এ জীবন গেলো নদীর কিনারে বসে...“।