Ratings228
Average rating3.9
Neil Degrasse Tyson, equipped with his uniquely soothing voice, takes readers on an intellectual journey exploring the Universe from a fraction of a second after the Big Bang to the ever-expanding edges of the cosmos. A great read for those who possess a reasonable amount of scientific knowledge and lukewarm curiosity about our natural world and the physical laws that govern it.
As much as it is a book marketed to the layperson, I would personally argue that it's not necessarily a book written for the layperson. Tyson, in an attempt to cover many of the major topics in astrophysics, swiftly introduces the reader to a wealth of scientific concepts without lingering too much on the details of any particular one. Thus, I found the audiobook version of Astrophysics for People in a Hurry to be a bit too much in a hurry (pun-intended), and I suspect the book would be much more easily digested in a written format.
not gonna rate this since it felt like it required some previous knowledge. but i don't doubt that spending decades in the field of astrophysics makes it hard for him to ‘dumb it down'. overall i liked it <3
Overall very accessible if you have some background in the subject matter. However, the book was also very concise (intentionally) so if you were hoping of diving deeper you might be disappointed.
As someone who wanted to learn more about astrophysics, this was an incredible read because it's accessible and well-written. Love how beautiful Neil deGrasse Tyson placed me in the world of astrophysics, beauty, and math all in one book that's less than 300 pages.
(Via audiobook) A beautiful celebration of our atomic kinship with the universe indeed. A great introduction to the cosmic perspective. A journey that made me feel small, yet full of wonder, filled me with curiosity and perked a few smiles.
নীল ডেগ্র্যাস টাইসনের চমৎকার সরস লেখনীর গুণে প্রায় একনিঃশ্বাসে পড়ে ফেললাম বইটা। জটিল বিষয়কে সহজ এবং আকর্ষণীয়ভাবে উপস্থাপনার ব্যাপারে টাইসনের পারদর্শিতার পরিচয়, Cosmos: A Spacetime Odyssey নামের ডকুসিরিজের কল্যাণে, আমরা অনেকেই ইতিমধ্যে পেয়েছি। টাইসনের স্বভাবসম্মত সেই wit এবং স্মার্টনেসের ছাপ এই বইতেও পুরোদস্তুর রয়েছে।
অ্যাস্ট্রোফিজিক্সের কথা বলতে হলে, প্রায় প্রত্যেকদিন নতুন বিষয় আবিষ্কার হয়ে চলেছে। পুরোনো সিদ্ধান্ত খারিজ হচ্ছে, নতুন ধারণা উঠে আসছে। টেলিস্কোপের আয়নায় রোজ ফুটে উঠছে নতুন নতুন জগৎ। তবুও আশ্চর্যের কথা হলো, প্রকৃতপক্ষে আমরা এখনও প্রায় কিছুই জানিনা! এক বিপুল বিশাল অজ্ঞাত মহাদেশের কিনারে আমরা হতবাক হয়ে দাঁড়িয়ে আছি।
কতটুকু এখনও জানতে বাকি আছে, সেটা জানতে পারাটাও একটা দুর্দান্ত অভিজ্ঞতা। ছোট্ট একটা বইয়ের ২২০ পৃষ্ঠার মধ্যে টাইসন সেই চেষ্টাই করেছেন। মহাবিশ্বের ব্যাপারে সামান্য যা-কিছু জানতে পেরেছে মানুষ, সেটুকু সংক্ষেপে জানিয়েছেন। এবং একইসঙ্গে, নিঃসীম উত্তেজক রহস্যময়তার দিকে পাঠককে ঠেলে দিয়েছেন।
“And yes, every one of our body's atoms is traceable to the big bang and to the thermonuclear furnaces within high-mass stars that exploded more than five billion years ago.
We are stardust brought to life, then empowered by the universe to figure itself out — and we have only just begun.”
লেখকের মতো আমারও একটা টিশার্ট বানানোর ইচ্ছে আছে যেটাতে লেখা থাকবে : OBEY GRAVITY.