Ratings1
Average rating2
এগুলো কবিতা নয়।
মিছিলের স্লোগান, নির্বাচনী দেয়াল-লিখন, কিংবা ইস্তাহারে ছাপার উদ্দেশ্যে দ্রুতহাতে, নড়বড়ে ছন্দে লেখা কাব্যিক আস্ফালনকে কবিতা হিসেবে চালানো হয়েছে। সাম্যবাদী কিংবা সমাজবাদী ভোকাবুলারির সার্থক প্রয়োগ সুভাষ মুখোপাধ্যায় পরবর্তীকালে অনেকবার অনেক কবিতায় করেছেন। কিন্তু কবিজীবনের একদম শুরুর দিকে প্রকাশিত এই বইয়ের কবিতাগুলো পড়ে খুব হতাশ হলাম।