No One Writes to the Colonel
1961 • 91 pages

Ratings47

Average rating3.8

15

বইটা পড়ছি জানতে পেরে হারুন আমাকে মেসেজ করে বললো, বইটা শেষ হওয়ার পরে আমার মুখ দিয়ে প্রথম যে শব্দটা উচ্চারিত হবে সেটা যেন তাকে জানাই।

আমার মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারিত হয়নি। শেষের কয়েকটা লাইন বারতিনেক পড়লাম। কিছুই বেরোলো না মুখ দিয়ে। আমি একদম নির্বাক।

May 31, 2022