Ratings1
Average rating5
পৃথিবীতে কি আর কোনো প্রাথমিক ভাষাশিক্ষার বই আছে, যে বইয়ের শুরু হয়েছে এই কথাগুলো দিয়ে?
ছোটো খোকা বলে অ আশেখে নি সে কথা কওয়া।
ঋ
ঘন মেঘ বলে ঋদিন বড়ো বিশ্রী।
ন
রেগে বলে দন্ত্য নযাবো না তো কক্ষনো।
কাল ছিল ডাল খালি,আজ ফুলে যায় ভ'রে।বল দেখি তুই মালী,হয় সে কেমন ক'রে?
ওরে কৈলাস, দৈ চাই। ভালো ভৈষা দৈ আর কৈ মাছ। শৈল আজ খৈ দিয়ে দৈ মেখে খাবে।
বাঁশ গাছে বাঁদর। যত ঝাঁকা দেয়, ডাল তত কাঁপে। ওকে দেখে পাঁচু ভয় পায়, পাছে আঁচড় দেয়।
আজ খুব শীত। কচু পাতা থেকে টুপ টুপ করে হিম পড়ে। ঘাস ভিজে। পা ভিজে যায়। দুখী বুড়ি উনুন-ধারে উবু হয়ে বসে আগুন পোহায় আর গুন গুন গান গায়। বেলা হল। মাঠ ধূ ধূ করে। থেকে থেকে হূ হূ হাওয়া বয়। দূরে ধুলো ওড়ে। চুনি মালী কুয়ো থেকে জল তোলে...আর ঘুঘু ডাকে ঘূ ঘূ।