We don't have a description for this book yet. You can help out the author by adding a description.
Reviews with the most likes.
সময়ের তুলনায় বেশ সাহসী উপন্যাস। মেয়েদের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে একটা থিয়োরি উল্লেখ করেছেন রবীন্দ্রনাথ। মেয়েরা নাকি মোটাদাগে দুই রকম। একরকম হলো যারা মায়ের মতো পুরুষকে যত্নআত্তি করে, আগলে রাখে, পুরুষের আনন্দেই তাদের আনন্দ। আরেকরকম— যারা হলেন স্বাধীনচেতা। পুরুষের প্রতি যাদের ভালোবাসা সমানে-সমানে। ন্যাকাবোকা এবং খামখেয়ালি টাইপের পুরুষদের তারা পছন্দ করে না। তাদের পছন্দ স্বাবলম্বী পুরুষ। মুশকিলটা বাধে, রাউন্ড হোলে যখন স্কয়ার পেগ ঢুকতে চায়।
উপন্যাসে এই থিয়োরিটার প্রয়োগ করেছেন, সেই জন্যই কি একে সময়ের তুলনায় সাহসী বললাম? নাহ, সাহসী অন্য জায়গায়। জানতে হলে উপন্যাসটা পড়তে হবে।
এবং এই থিয়োরিটা আদৌ সত্যি কিনা এই ব্যাপারেও আমি পুরোপুরি নিশ্চিত নই! কারণ, স্ত্রীয়াশ্চরিত্রম্ দেবা ন জানন্তি কুতো রবীন্দ্রনাথ?