Ratings1
Average rating3
মানিকের এই উপন্যাস শেষ করা হয়নি। শেষ করেছেন সুধীররঞ্জন। প্রকাশকের দাবি ছিল কোনটা কার লেখা মানিকের পাঠকমাত্রই বুঝবেন। আমি বুঝিনি। হয় আমি পাঠক নই, নয়ত সুধীররঞ্জনের লেখাও মানিকায়েস্ক।
তবে কি, উপন্যাসটা একটু অসংলগ্ন, আগাগোড়াই। মানিকের লেখার যে আরামদায়ক গতি, তা এখানে প্রায় অনুপস্থিত।