Ratings1
Average rating2
এমনিতে দেড় তারা রেটিং হয়। জানলা দিয়ে ফুরফুরে ঠান্ডা হাওয়া আর চাঁদের আলো আসছে (তাছাড়া কালকে রবিবার ছুটির দিন), এইসব ছোটোখাটো আনন্দে হাফ তারা বাড়িয়ে দিলাম।
এতো সুন্দর গদ্যশৈলী, এতো সাবলীল চরিত্রনির্মাণ, এতো ঝকঝকে বাস্তবসম্মত সংলাপ। অথচ হুমায়ূন আহমেদের বেশিরভাগ উপন্যাসের এন্ডিং এরকম ঝুপুশ করে, মাঝিকে অবাক করে দিয়ে, মাঝদরিয়ায় ডুবে যায় ক্যানো বারবার? বলি কেসটা কী ভাই??