Ratings1
Average rating5
কয়েক দশকে বাঙালি যে জাতি হিসেবে কতটা জীর্ণ ও দেউলিয়া হয়ে উঠেছে তা এই বইটা পড়ে হাড়ে হাড়ে টের পেলাম। বিশ্বাস হয় না যে আমরা এমন ছিলাম। বিশ্বাস হয়না যে কর্তব্যবুদ্ধি ও দেশপ্রেম ব্যক্তিস্বার্থর চেয়েও, মায়ের ভালোবাসার চেয়েও বড় হতে পারে। জেনারেল ইয়াহিয়ার কাছে প্রাণভিক্ষা পাওয়া জীবন যে বাঁচার যোগ্য না, তা সন্তানের মত বাবা-মাও বুঝতে পারে এমনটা আমি ভাবতে পারিনি। জাহানারা ইমাম ও তার পরিবার স্যাক্রিফাইস করছেন তাঁদের জীবন, জীবনের চেয়েও বড় জিনিসের জন্য। আমরা যে এই মৃতের মত নীরবতা নিয়ে বাঁচি, এই বাঙালি সেই বাঙালি না।
জাহানারা ইমামের ব্যক্তিত্ব, তার সংকল্প ও এত বিপদের ভেতরেও চিন্তার স্বচ্ছতা আমাকে আপ্লুত করেছে। কখনো কখনো রীতিমত টর্মেন্টিং।