Ratings1
Average rating5
বইটা প্রিয়, অনেক প্রিয়।
ছোট একটা ছেলে, রোগা, ডেঙ্গুতে পায়ে জোর কম। বাবাকে ঠিকমত চেনার আগে বাবা গেলেন মারা। ঠাকুরদাকে দেখেওনি। বাবার রাজত্বহারা কয়েকবছর পরই।
অনাদরে বা অবহেলায় না, বেশ আদরেই কিন্তু এলেবেলে ভাবে বড় হলেন। লিখলেন শঙ্কু, লিখলেন ফেলুদা, সন্দেশে আবার ফিরলেন, বানালেন ছবি।
বইটায় কোনো হাহাকার নাই। হাহাকার বইয়ের সাবলীলতায়। আহারে জীবন!