কেইগো হিগাশিনো বরাবরের মতোই দুর্দান্ত। কিন্তু বছরখানেক পরে এসেও যখন তার বই পড়ি, এবং দেখি ড্যান ব্রাউন যা করতো এও একই কাজ করে, কিছুটা বিরক্তি হয়।
তবুও, কাহিনী বুনন অসাধারণ। খুন, খুনী সবাইকে উন্মোচন করে দেওয়া প্রথম অর্ধেকেই তারপর ছুটে চলা সত্য উদ্ঘাটনের পেছনে। এবারে তো আরো একধাপ উপরে! মোটিভ! মোটিভ আসলে কী? যেটা মোটিভ হিসেবে ধরা দিচ্ছে সেটা কি আসলেও মোটিভ?
বানান ভুল তো আছেই, এই বইয়ের আরেকটি বিরক্তিকর দিক আমার কাছে মনে হয়েছে এটার লেখনী বর্ণনাত্মক। যা কিছু সংলাপ ছিলো, তা ওই প্রথম চতুর্ভাগেই, এরপর শুধুই বর্ণনা।
তারপরেও, কাহিনী হিসেবে অত্যন্ত উপভোগ্য এবং গতিময়, তাইতো প্রায় একটানা শেষ করে উঠেছি।