325 Books
See allবইয়ের প্রায় চারভাগের একভাগ পড়ে মনে হচ্ছে স্পিড রিডিং আমার জন্য না!
এমনিতেই প্রচুর ডিস্ট্রাক্টেড হয়ে থাকি, তার উপরে স্পিড রিড করতে গেলে স্পিড বা কম্প্রিহেনশন কোনটারই কোন খোঁজ পাওয়া যায় না।
তবে হ্যাঁ, নিজের মাতৃভাষায় জিনিসটা চেষ্টা করে দেখা যেতে পারে একবার।
সেল্ফ টেস্ট ১ এ স্পিড ছিলো ১৪৩ wpm আর কম্প্রিহেনশন ছিলো ৬০% সেটা সেল্ফটেস্ট ৭ এ হয়েছে ১৫৪ wpm আর ৮০%। উন্নতি হয়েছে কি?
তবে লেখকের ভাষ্যমতে ১০০০ wpm এ তো আমার উড়ে যাবার কথা ছিলো!
রিভিউ এর র'ও লিখতে পারি না আমি। যা লিখি, মানে যদি লিখি তা হলো পড়া শেষে তাৎক্ষণিক মনের অবস্থাটা।
ইদানিং যতোই চেষ্টা করি না কেন, থ্রিলার থেকে দূরে সরে ক্লাসিক কিছু পড়তে, থ্রিলার আসলে থ্রিলারই। সেরকম ভালো মানের থ্রিলার হলে গোগ্রাসে গিলে ফেলি পুরোটা। এটাও ঠিক সেরকমই একটি থ্রিলার।
কিছু কিছু পরাজয়ও আনন্দের, এটা আমাকে ঠিক সেরকম আনন্দই দিয়েছে। ইদানিং প্রায়ই বুঝে ফেলি কাহিনীর মোড় কোনদিকে ঘুরবে, এতে সেটা বুঝতে পারি নি বিন্দুমাত্রও। হয়তো কোন ক্লুর দিকে নজরও দেই নি সেভাবে।
তবে কিনা যেভাবে প্যারালালে কাহিনী এগিয়েছে, তার টাইমলাইন যদি কিছুটা হলেও ধরতে পারতাম, তাহলে এবারেও আগেই কেস সলভ করে শুধু আমার থিওরিই মিলিয়ে নিতাম। যাক তা হয় নি, তাতে যে খুব খারাপ কিছু হয়েছে এমনও না।
শুধু বলে রাখি, এ কাহিনী কিছু অসুখী মানুষের, যাদেরকে করুণা করা যায়, সাহায্য নয়!
কাহিনীর গতিময়তা, উত্থান-পতন সবই বেশ ভালো ছিলো। তারপরেও কেন ২ তারা কম দিলাম? এ নিয়ে যাই বলতে যাবো তাই স্পয়লার হয়ে যাবে। একারণে যা লিখেছিলাম লিখবো বলে, তাও লিখলাম না। পড়ে দেখাতে পারেন সময়টা বেশ ভালো কাটবে।
For once, Watson, I am being guided by my instinct and not by my intellect. What is it, I wonder, that gives me such cause for alarm?And yet I stand accused of dilettantism and must plead guilty.
*‘He was tortured to death, Mr Hardcastle, his bones broken one at a time. I have sworn to find his killer and bring him to justice. I cannot do so if you refuse to help.'
These sentences points to me that he is not the emotionless sociopath, may be to an extent but not wholely, there is humanity in him, and he is feeling emotions to a degree.
And about the book, I enjoyed it although there were some moments, which itched me, also, overall plot took quite some time to expand with all the brunches, but to me, it took extremely lesser time to reach the conclusion.
যাক, মোটের ওপরে ভালো লেগেছে এই হলো কথা। এমনিতেই স্লো রিডার, তারপরে অনেকদিন লেগেছে মন বসাতে, আর তারপরে তো দুই দিনেই পড়লাম। শেষ টুইস্টটা যেমন ভেবেছিলাম তেমন হলোনা। তারপরেও, হোমসের অন্যসব অভিযানের তুলনায় এটা বেশ ভিন্ন ধরণের। হোমসকে বেশ মানবিক লাগলো। তার উপরে এমন এক অভিজ্ঞতায় হোমস পরেছে, যেটা স্বপ্নেও চিন্তা করতে পারি নি। সব সুতোই শেষে এসে মিলে গেলো। দেখাযাক, পরের বইতে এন্থনি সাহেব আবার কী দেখাচ্ছেন।
This hit hard!
Either I can tell it was a true love story, or I can tell some idiots making idiotic decisions because of a hallucination known as love!
But nonetheless, it hit hard!