Ratings860
Average rating3.8
রিভিউ এর র'ও লিখতে পারি না আমি। যা লিখি, মানে যদি লিখি তা হলো পড়া শেষে তাৎক্ষণিক মনের অবস্থাটা।
ইদানিং যতোই চেষ্টা করি না কেন, থ্রিলার থেকে দূরে সরে ক্লাসিক কিছু পড়তে, থ্রিলার আসলে থ্রিলারই। সেরকম ভালো মানের থ্রিলার হলে গোগ্রাসে গিলে ফেলি পুরোটা। এটাও ঠিক সেরকমই একটি থ্রিলার।
কিছু কিছু পরাজয়ও আনন্দের, এটা আমাকে ঠিক সেরকম আনন্দই দিয়েছে। ইদানিং প্রায়ই বুঝে ফেলি কাহিনীর মোড় কোনদিকে ঘুরবে, এতে সেটা বুঝতে পারি নি বিন্দুমাত্রও। হয়তো কোন ক্লুর দিকে নজরও দেই নি সেভাবে।
তবে কিনা যেভাবে প্যারালালে কাহিনী এগিয়েছে, তার টাইমলাইন যদি কিছুটা হলেও ধরতে পারতাম, তাহলে এবারেও আগেই কেস সলভ করে শুধু আমার থিওরিই মিলিয়ে নিতাম। যাক তা হয় নি, তাতে যে খুব খারাপ কিছু হয়েছে এমনও না।
শুধু বলে রাখি, এ কাহিনী কিছু অসুখী মানুষের, যাদেরকে করুণা করা যায়, সাহায্য নয়!