The Speed Reading Book

The Speed Reading Book

2009 • 238 pages

বইয়ের প্রায় চারভাগের একভাগ পড়ে মনে হচ্ছে স্পিড রিডিং আমার জন্য না!
এমনিতেই প্রচুর ডিস্ট্রাক্টেড হয়ে থাকি, তার উপরে স্পিড রিড করতে গেলে স্পিড বা কম্প্রিহেনশন কোনটারই কোন খোঁজ পাওয়া যায় না।
তবে হ্যাঁ, নিজের মাতৃভাষায় জিনিসটা চেষ্টা করে দেখা যেতে পারে একবার।

সেল্‌ফ টেস্ট ১ এ স্পিড ছিলো ১৪৩ wpm আর কম্প্রিহেনশন ছিলো ৬০% সেটা সেল্‌ফটেস্ট ৭ এ হয়েছে ১৫৪ wpm আর ৮০%। উন্নতি হয়েছে কি?

তবে লেখকের ভাষ্যমতে ১০০০ wpm এ তো আমার উড়ে যাবার কথা ছিলো!

July 22, 2024