Just speechless!
Okay, how to put it? A near perfect crime or a police failure? Perhaps the things which are in front of our eyes but we are unable to see?
It is not a fast-paced thriller like the present times but it is far more superior than others in most aspects. What was absent in this book?
Three police chiefs of a small town Delano who are different than each other in nature follows a trail which was thought to be abandoned as a chase after a wild goose throughout the decades' none but they saw the trail and chased that goose.
What did they get? Did they get what they were chasing after or it was indeed a wild goose or even worse it was a nightmare?
This book has all the answers in it.
এ ‘সরস' কোন সরস হয়তো তা আমি বুঝি নি, অথবা রস আস্বাদনের ক্ষমতাই বুঝিবা আমার লোপ পেয়েছে এবং পরেরটা হবার সম্ভাবনাই অধিক। দু-তিনটি গল্প বাদে আর কোন গল্পেই অন্তত আমি রস খুঁজে পাইনি।
‘it was ok' till came a single line and which takes it to ‘it was amazing' and there is the cliffhanger to stun you for some moments.
বউ-ঠাকুরানীর হাট ৫/৫
রাজর্ষি ৫/৫
কবি যথার্থই বলেছিলেন সূচনাতে,”বস্তুত উপন্যাসটি সমাপ্ত হয়েছে
পঞ্চদশ পরিচ্ছেদে”।
চোখেরবালি ৩.৫/৫
নৌকাডুবি ৫/৫
হায় রমেশ!
গোরা ৪/৫
চতুরঙ্গ ৩.৫/৫
ঘরে-বাইরে ৪.৫/৫
যোগাযোগ ৩/৫
শেষের কবিতা ৪/৫
সমাপ্তিটা এমন বলেই অসাধারণ নয়তো বড্ড বেশি সাধারণ হয়ে যেতো
দুই বোন ৪/৫
মালঞ্চ ৫/৫
চার অধ্যায় ৪.৫/৫
প্রজাপতির নির্বন্ধ ৪/৫
সবই তো বেশ চলছিলো, কিন্তু শেষটা নিয়ে যতো চিন্তা করছি, ততো যেন সবকিছু প্যাঁচ খেয়ে যাচ্ছে। ঢুকছে না মাথায় কিছুতেই!
রিভিউ এর র'ও লিখতে পারি না আমি। যা লিখি, মানে যদি লিখি তা হলো পড়া শেষে তাৎক্ষণিক মনের অবস্থাটা।
যুদ্ধের গল্প বলতে এতোদিন শুধু মুক্তিযুদ্ধের গল্পই পড়া হয়েছিলো। এখানে বেশ কিছু যুদ্ধের গল্প, সঠিক সংখ্যাটা ১৮। কিন্তু যুদ্ধের গল্পতো আর শুধু যুদ্ধ নিয়ে নয়, সে জিনিসটিই এ সংকলনে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে। কয়েকটি গল্প ও তার অনুবাদের মান বেশ ভালো, কিন্তু কিছু সংখ্যক গল্প হতাশ করেছে এখন তা মূল লেখকের লেখার কারণে না অনুবাদের কারণে তা বলা তো আর আমার পক্ষে সম্ভব না।
রিভিউ এর র'ও লিখতে পারি না আমি। যা লিখি, মানে যদি লিখি তা হলো পড়া শেষে তাৎক্ষণিক মনের অবস্থাটা।
ওয়ান, টু, বাকল মাই শ্যু - ভালো লেগেছে। তবে বদভ্যাসটা রয়েই গেছে, মানে এবারেও আমার সন্দেহ সঠিক। কিন্তু হ্যাঁ, মোটিভ মাথাতে পুরোপুরি আসেনি। এতে আমার কিছু যায় আসে না, সন্দেহ সঠিক এতেই খুশি। পড়েন মজা পাবেন।
বাকি গল্পগুলো চলে আরকি। আসলে প্রথমটা পড়ার পরে বাকিগুলো জমবে না। কাজেই আগে প্রথমটা বাদে বাকিগুলো শেষ করে পরে প্রথমটা ধরবেন। এই কাজ আমিও করতে চেয়েছিলাম, করলেই ভালো হতো বেশি।
রিভিউ এর র'ও লিখতে পারি না আমি। যা লিখি, মানে যদি লিখি তা হলো পড়া শেষে তাৎক্ষণিক মনের অবস্থাটা।
কিছু বিরক্তিকর ফন্টের জন্য একতারা কমালাম। কাহিনী যথেষ্ট উপভোগ্য ছিলো। শুরু থেকেই টানটান উত্তেজনা যা বিরাজ করেছে শেষ পর্যন্ত।
রিভিউ এর র'ও লিখতে পারি না আমি। যা লিখি, মানে যদি লিখি তা হলো পড়া শেষে তাৎক্ষণিক মনের অবস্থাটা।
প্রচন্ড ভালো লেগেছে। তবে কি তা লেখকের লেখনীর কারণে, নাকি সম্পাদকের মুনশিয়ানার কারণে না অনুবাদকদের (ইয়ে সাধুভাষার একটা পড়িবার কালে বৃহদ ক্লেশ সহ্য করিতে হইয়াছিলো) অনুবাদের মানের কারণে তা আমি জানি না। দুঃখ-কষ্টের দৃশ্যগুলো চোখে দেখতে পাচ্ছিলাম না চাইলেও।
রিভিউ এর র'ও লিখতে পারি না আমি। যা লিখি, মানে যদি লিখি তা হলো পড়া শেষে তাৎক্ষণিক মনের অবস্থাটা।
এই বইটি আসলে কি নিয়ে? তার কিছুটা হলেও উত্তর পাওয়া যাবে বইটির এই অংশটুকুতেই - নীরবতারও ভাষা আছে। সেগুলো থেকে যায় হৃদয়ের আঙিনায়। এ ভাষার ব্যাপারে মানুষেরা কেন যেন বধির নিরবধি; অথচ সেগুলোর পরিচর্যাই সবচেয়ে জরুরি।
অনেকেই বইটিকে রোমান্টিক এবং সেই সাথে মোটিভেশনাল বলছেন। কিন্তু বইটিতে আরো অনেক উপকরণ রয়েছে। লেখক তার অন্য উপন্যাসগুলোর মতো এতেও শুরুর দিকে আলাদা আলাদা দৃশ্যপট সাজিয়েছেন, আলাদা চরিত্র তাদের আলাদা গল্প নিয়ে এগিয়ে গিয়েছে । শেষে এসে জুড়ে দিয়েছেন অনেকখানিই।
আমার বর্তমান মানসিক অবস্থা বেশকিছু চরিত্রের মানসিক অবস্থার সাথে কিছুটা মিলে যায় বলেই হয়তোবা একটু বেশি ভালো লেগেছে।
রিভিউ এর র'ও লিখতে পারি না আমি। যা লিখি, মানে যদি লিখি তা হলো পড়া শেষে তাৎক্ষণিক মনের অবস্থাটা।[b:ওয়ান, টু, বাকল মাই শু অ্যান্ড আদার স্টোরিজ 38254380 ওয়ান, টু, বাকল মাই শু অ্যান্ড আদার স্টোরিজ Agatha Christie https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1517315794l/38254380.SX50.jpg 59934828] এর নাম উপন্যাস বাদে অন্য গল্পগুলো খুব বেশি ভালো না লাগায় এই বইটি শুরু করেছিলামই এন্ডলেস নাইট দিয়ে, যাতে করে এরকুল পোয়ারোকে ভালোভাবে আস্বাদন করে বইটি সম্পর্কে সুখস্মৃতি নিয়ে পড়া শেষ হয়। এটাই প্রথম কোন বই যা আমি শুরু থেকে শুরু না করে মাঝখান থেকে শুরু করেছিলাম।পড়তে পড়তে মনে হচ্ছিলো ঠিক কাজই করেছি। কিন্তু না, আমি আসলে ভুল ছিলাম। সরলরেখায় যে কাহিনী এগিয়েছে তাতে যে এতো প্যাঁচ ছিলো তা উপন্যাসটির শেষ বিশ পৃষ্ঠায় আসার আগে ধরতেই পারিনি একবারও। ওই বিশ পৃষ্ঠা আসার আগপর্যন্ত যা ছিলো ‘it was ok' তা নিমিষেই হয়ে গেলো ‘really liked it', এই না হলে ক্রিস্টির মুনশিয়ানা। উচ্চাকাঙ্খা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে তার উত্তম নিদর্শন এটি। আগে এলিফ্যান্টস ক্যান রিমেম্বার পড়ে তারপর এটা পড়লেও শেষের ঝাঁকিটা খেতামই।আবারো এরকুল পোয়ারো, আবারো তিনি ছুটেছেন অতীতের পিছে ঠিক যেমনটি ছুটেছিলেন [b:ফাইভ লিটল পিগস 41072991 ফাইভ লিটল পিগস Agatha Christie https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1533751506l/41072991.SY75.jpg 2207701] এ। দুটো মৃত্যু, খুন নাকি আত্মহত্যা? খুন হলে কে কাকে খুন করেছে? হাতিরা সব মনে রাখে, আর হাতিদের সহায়তায় শেষ পর্যন্ত বছর পনেরো আগের আরো একটি রহস্যের যবনিকা টানলেন তিনি। যেটা না বললেই নয়, মানে নিজের ঢোল নিজে পিটাচ্ছি আসলে। তা হলো আবারো, হ্যা এবারেও সুতোর টুকরো গুলো পোয়ারো যখন মিলাচ্ছিলেন, তখন আমার কাছেও ছবিটা স্পষ্ট হয়ে উঠছিলো।
রিভিউ এর র'ও লিখতে পারি না আমি। যা লিখি, মানে যদি লিখি তা হলো পড়া শেষে তাৎক্ষণিক মনের অবস্থাটা।
ব্রাহ্মণ। নাম কালীপদ মুখুজ্জে। নিবাস রায়দীঘড়া।
কালীগুণীন মশাইয়ের ভক্ত হয়ে গিয়েছি। তার প্রতিটা এন্ট্রিই ছিলো চরম সাসপেন্সের মুহুর্তে।
সহজ সাবলীল ভাষায় কাহিনী এগিয়ে গেলেও কিছুটা আঞ্চলিক টান সৃষ্টির চেষ্টাটা চোখে লেগেছে। তাও যদি পুরো বইতেই থাকতো তাও নাহয় হতো, খণ্ড খণ্ড কিছু সংলাপে এরকম উচ্চারণে হোঁচট খেতে হয়েছিলো কিছুটা। তবে একটা তারা কাটা যাবার মতো কিছু নয় তা।
কালীগুণীনের আরো অভিযানের অপেক্ষায় রইলাম।
পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ ৪/৫
অলাতচক্র ৫/৫
সূর্য তুমি সাথী ৫/৫
অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী ৩/৫
গাভী বিত্তান্ত ৪/৫
ওঙ্কার ৫/৫
মরণবিলাস ৫/৫
সর্বসাকুল্যে ৪.৫/৫
revenge is a dish best served cold
and if one has enough power or money or both then things can get real crazy, but for making it all happen, patience is the real key also determination is needed furthermore.
গল্পগুলোয় চিন্তা-ভাবনার ইঙ্গিত লেখক রাখেন নি বলাটা যেমন সত্য, তেমনি মিথ্যা। তাঁর অনেকগুলো গল্পেই বরঞ্চ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কী ভাবতে হবে, আবার বেশকিছু গল্পে প্রচ্ছন্ন হলেও বেশ প্রকটভাবেই পাঠকের মনকে নির্দেশ দিয়েছেন ভাবনার জন্য।
গল্পসমগ্রের মাঝে কিভাবে যেন কয়েকটা স্মৃতিকথাও ঠাঁই পেয়েছে। খারাপ লাগে নি পড়তে ওগুলোও।
রিভিউ এর র'ও লিখতে পারি না আমি। যা লিখি, মানে যদি লিখি তা হলো পড়া শেষে তাৎক্ষণিক মনের অবস্থাটা।
ইদানিং যতোই চেষ্টা করি না কেন, থ্রিলার থেকে দূরে সরে ক্লাসিক কিছু পড়তে, থ্রিলার আসলে থ্রিলারই। সেরকম ভালো মানের থ্রিলার হলে গোগ্রাসে গিলে ফেলি পুরোটা। এটাও ঠিক সেরকমই একটি থ্রিলার।
কিছু কিছু পরাজয়ও আনন্দের, এটা আমাকে ঠিক সেরকম আনন্দই দিয়েছে। ইদানিং প্রায়ই বুঝে ফেলি কাহিনীর মোড় কোনদিকে ঘুরবে, এতে সেটা বুঝতে পারি নি বিন্দুমাত্রও। হয়তো কোন ক্লুর দিকে নজরও দেই নি সেভাবে।
তবে কিনা যেভাবে প্যারালালে কাহিনী এগিয়েছে, তার টাইমলাইন যদি কিছুটা হলেও ধরতে পারতাম, তাহলে এবারেও আগেই কেস সলভ করে শুধু আমার থিওরিই মিলিয়ে নিতাম। যাক তা হয় নি, তাতে যে খুব খারাপ কিছু হয়েছে এমনও না।
শুধু বলে রাখি, এ কাহিনী কিছু অসুখী মানুষের, যাদেরকে করুণা করা যায়, সাহায্য নয়!
বইটিতে আছে প্রফেসর চ্যালেঞ্জারের ৩টি উপন্যাস ও ২টি গল্প। এক কুয়াশার দেশে বাদে বাকিগুলোর অনুবাদক মণীন্দ্র দত্ত এবং একটির অনুবাদক সুধাংশুরঞ্জন ঘোষ। মনীন্দ্র দত্তের অনুবাদগুলো সাবলীল লেগেছে, কিন্তু শেষোক্তটি পড়তে গিয়ে হোঁচট খেতে হয়েছে বার বার। প্রথমে ভেবেছিলাম বুঝি অনুবাদেরই দোষ, কিন্তু গুডরিডসেও দেখলাম ‘কুয়াশার দেশে' বা [b:The Land of Mist 52676 The Land of Mist (Professor Challenger, #3) Arthur Conan Doyle https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1376901734l/52676.SY75.jpg 73629] এর রেটিং অন্যগুলোর তুলনায় বেশ খানিকটা কম।বিজ্ঞান-অতিপ্রাকৃতের মিশেলে খুব একটা খারাপ না।হারানো জগৎ ৫/৫বিষাক্ত ভূখণ্ড ৩.৫/৫কুয়াশার দেশে ১/৫ধরীত্রির আর্তনাদ ২.৫/৫ভেলকি-বাজির কল ৩/৫
কোথায় যেন দেখেছিলাম এটা বাংলার প্রথম গোয়েন্দাকাহিনী, আদতে তা নয়। আর গুপ্তকথা মানেই যে সমাজচক্ষুর আড়ালের কোন নিষিদ্ধ বিষয়, এটা তাও নয়। হরিদাস নামের এক জন্ম-পরিচয়হীন বালকের জীবনের এক অংশের ঘটনা বিবরণ মাত্র।
নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে চলা হরিদাস, তার নানান বিপদে পড়া আর সেই বিপদ থেকে উদ্ধারলাভের মধ্য দিয়ে এগিয়ে গিয়েছে কাহিনী। সবচেয়ে বিরক্তিও লেগেছে এই জায়গাটুকুই, যতোই বিপদে পড়ুক না কেন হরিদাস, তার উদ্ধার অবশ্যম্ভাবি এবং ক্ষেত্রবিশেষে অতিনাটকীয়। আর যখনই সে আশ্রয়হীন হয়ে পড়ে তখনই অতিভালোমানুষ কেউ না কেউ তার আশ্রয়দাতা হয়। সাথে সাথে ফুটে উঠেছে তৎকালীন সমাজব্যবস্থার চিত্র। মানুষের লোভ, কামনা-বাসনা এসব ছিলো এই উপন্যাসের অনেকটা অংশ জুড়েই।
ওহ, ক্ষেত্রবিশেষে কিছু কিছু জায়গায় এটাকে গোয়েন্দাকাহিনী বলা যেতেই পারে। সত্য উদঘাটনে যেরকম দৌড়-ঝাঁপ করতে হয়েছে হরিদাসকে!
তবে শেষদিকে লেখক ধর্মের কল যেভাবে বাতাসে নাড়িয়েছেন, তাতে জিনিসটা অতিরিক্ত মাত্রার নাটকীয় মনে হয়েছে।
মোটের উপর পড়া যায়, খুব একটা খারাপ লাগবে বলে মনে হয় না।
রিভিউ এর র'ও লিখতে পারি না আমি। যা লিখি, মানে যদি লিখি তা হলো পড়া শেষে তাৎক্ষণিক মনের অবস্থাটা।বার্ধক্য তাহাই—যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে, বৃদ্ধ তাহারাই—যাহারা মায়াচ্ছন্ন নব মানবের অভিনব জয় যাত্রার শুধু বোঝা নয়, বিঘ্ন; শতাব্দীর নব যাত্রীর চলার ছন্দে ছন্দ মিলাইয়া যাহারা কুচকাওয়াজ করিতে জানে না, পারে না; যাহারা জীব হইয়াও জড়; যাহারা অটল সংস্কারের পাষাণস্তূপ আঁকড়িয়া পড়িয়া আছে। বিদ্রোহী কবির এ কথাগুলো আমার ক্ষেত্রে যেন অক্ষরে অক্ষরে খাটে। কেন এ দিয়ে শুরু করলাম? তবে খুলেই বলি।যা আমার চোখের সামনে রয়েছে, তার সাথে ফ্যান্টাসি-ম্যাজিক এসব খুব একটা ভালোভাবে গলাধঃকরণ করতে পারি নি আগে। আর তাইতো, [b:Harry Potter Series Box Set|862041|Harry Potter Series Box Set (Harry Potter, #1-7)|J.K. Rowling|https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1534298934l/862041.SX50.jpg|2962492] যেভাবে মায়ায় জড়াতে পেরেছিলো, [b:অক্টারিন|28503407|অক্টারিন|তানজীম রহমান|https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1452499451l/28503407.SX50.jpg|48656838] ঠিক সেভাবে পারেনি। অনেকাংশে ভালোও লাগে নি। হাজার হোক আমি যে বৃদ্ধ!এবারে তাই এই বই পড়া শুরু করার আগে থেকেই মনকে বুঝ দিতে হয়েছে, এটা তোমার দেখা বাংলা না, এটা কল্পনার রাজ্য, এখানে যা খুশী হতে পারে। আর তাইতো এবারে এ ম্যাজিক্যাল ফ্যান্টাসি উপভোগ করতে পেরেছি আগের চাইতে বেশি। কাহিনীর গতিময়তা অতীত-বর্তমানের সমন্বয় ভালো ছিলো। House of magic বা Sling Ring Portal ও স্বাভাবিক ভাবেই নিতে পেরেছি