Ratings1
Average rating4
রিভিউ এর র'ও লিখতে পারি না আমি। যা লিখি, মানে যদি লিখি তা হলো পড়া শেষে তাৎক্ষণিক মনের অবস্থাটা।
প্রচন্ড ভালো লেগেছে। তবে কি তা লেখকের লেখনীর কারণে, নাকি সম্পাদকের মুনশিয়ানার কারণে না অনুবাদকদের (ইয়ে সাধুভাষার একটা পড়িবার কালে বৃহদ ক্লেশ সহ্য করিতে হইয়াছিলো) অনুবাদের মানের কারণে তা আমি জানি না। দুঃখ-কষ্টের দৃশ্যগুলো চোখে দেখতে পাচ্ছিলাম না চাইলেও।