দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স

দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স

এটাকে থ্রিলার বলা হলেও আমার চোখে এটা ডিটেক্টিভ উপন্যাস। অন্তত আমার পড়া আর সব থ্রিলারের চাইতে এটা অনেক আলাদা। পাতায় পাতায় নেই ধুন্ধুমার একশন, খুনোখুনী, ধাওয়া-পালটা ধাওয়া। সত্যি বলতে পুলিশের ডিটেকটিভদের রুটিন জিজ্ঞাসাবাদের কারণে বইটাকে বেশ ধীরগতির বলে মনে হচ্ছিলো।
তবে শেষের ১/৫ এ এসে যা দেখা গেলো, সেটা আসলেই বিস্ময়ে হাঁ হয়ে যাবার মতো ঘটনা। এভাবেও চিন্তা করা যায়! এভাবেও ঘটনা ঘটতে পারে! এই ভাবনা মাথায় আসতে বাধ্য।
প্রেম-ভালোবাসা, হিংসা-প্রতিহিংসা, ঈর্ষা এসব ছাপিয়ে গেছে মূলবিষয় ‘হত্যা'কে।

সংক্ষেপে বইটা সম্পর্কে বলতে হলে বলতে হবে - হায় ভালোবাসা!

October 23, 2023