এটাকে থ্রিলার বলা হলেও আমার চোখে এটা ডিটেক্টিভ উপন্যাস। অন্তত আমার পড়া আর সব থ্রিলারের চাইতে এটা অনেক আলাদা। পাতায় পাতায় নেই ধুন্ধুমার একশন, খুনোখুনী, ধাওয়া-পালটা ধাওয়া। সত্যি বলতে পুলিশের ডিটেকটিভদের রুটিন জিজ্ঞাসাবাদের কারণে বইটাকে বেশ ধীরগতির বলে মনে হচ্ছিলো।
তবে শেষের ১/৫ এ এসে যা দেখা গেলো, সেটা আসলেই বিস্ময়ে হাঁ হয়ে যাবার মতো ঘটনা। এভাবেও চিন্তা করা যায়! এভাবেও ঘটনা ঘটতে পারে! এই ভাবনা মাথায় আসতে বাধ্য।
প্রেম-ভালোবাসা, হিংসা-প্রতিহিংসা, ঈর্ষা এসব ছাপিয়ে গেছে মূলবিষয় ‘হত্যা'কে।
সংক্ষেপে বইটা সম্পর্কে বলতে হলে বলতে হবে - হায় ভালোবাসা!