স্যালভেশন অফ আ সেইন্ট

স্যালভেশন অফ আ সেইন্ট

[b:দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স 30312241 দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স Keigo Higashino https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1465215146l/30312241.SY75.jpg 13558363] পড়তে গিয়ে যেমন মাথা খারাপ হবার জোগাড় হয়েছিলো, এটির ক্ষেত্রেও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি। লেখকের কল্পনাশক্তির জোর আছে স্বীকার করতেই হবে! ডিটেক্টিভ গ্যালিলিওকে ভালো লাগা আগেই শুরু হয়েছিলো যা বহুগুণে বৃদ্ধি পেলো এর মধ্যদিয়ে। কুসানাগি আর উতসুমিকেও ভালো লেগেছে। তবে একটা খটকা থেকে গেলো দেখে এক তারা কম, নাহয় এটি পুরো পাঁচ-এরই দাবিদার!কাহিনীর শুরুটা গতানুগতিক লেখক শুরুতেই চিনিয়ে দিয়েছেন অপরাধীকে হলেও যতোই এগিয়েছে ততোই প্যাঁচ বেড়েছে। পদার্থবিজ্ঞানের অধ্যাপক মহাশয় শেষে সে প্যাঁচ খুলেও দিয়েছেন। কিন্তু এর মাঝে যেসব চড়াই-উৎরাই পার হতে হয়েছে ডিটেক্টিভদের, যার সাথে যোগ হয়েছে মনস্তাত্বিক দ্বন্দ্ব, পুরোটাই উপভোগ্য ছিলো। যথেষ্ট গতিময় এবং সাবলীল অনুবাদ, এক বসাতে পড়ে ফেলা যায়। যথেষ্ট উপভোগ্য।

December 16, 2023