Ratings1
Average rating2
We don't have a description for this book yet. You can help out the author by adding a description.
Reviews with the most likes.
জাসদ যেই পটভূমিতে জন্ম নিয়েছিলো, আর বাহাত্তর থেকে পচাত্তর অব্দি যেইসব ঘটনাপ্রবাহের মধ্যে দিয়ে গিয়েছে, তাতে দলটির জার্নি কে নিসন্দেহে সবচেয়ে রোমাঞ্চকর বলা যায়। দলটির উথান, বিস্তার আর পতন—সবটুকুন পিরিয়ডই বেশ বিতর্কিত আর হতাশামাখা।
.
লেখকের লেখার হাত বেশ ভালো, তেমন কোনো জটিল শব্দাবলীর সমাবেশ ছাড়াই, ঘটনাগুলোর পরম্পরা ক্রমানুসারে বর্ণনা করে গিয়েছেন, নিরপেক্ষ ভাইব রাখার চেষ্টা ছিলো যথাসাধ্য, সেটাও ধারণা করি। আমার মনেহয়, হাতেখড়ি হিসেবে বাংলাদেশের রাজনীতি নিয়ে নলেজ গেদারিংয়ে, এই রাইটারের বইগুলোর কম্বিনেশন একটা গুড রেকমেন্ডেশন।
.
যতটুকুন আশার পারদ নিয়ে জাসদের জন্ম আর স্বপ্নমাখা বিপ্লবের কথা তারা জানাতো, সময়ের ধারাবাহিকতায় তাঁদের এরূপ অবস্থায় পৌছানোর পেছনে দায়ী কি বা কারা ছিলো—প্রশ্নটা অনেক বড়ো। বড়ো এই কোশ্চেনটির এ্যান্সারে, একটা নোট হিসেবে কাজ করবে বইটি।
~অগাস্ট ১, ২০২২।