যে শহরে গল্প লেখা বারণ

যে শহরে গল্প লেখা বারণ

2020 • 144 pages

Ratings1

Average rating4

15

ছোটখাটো বেশ কিছু বানান ভুল আছে সেগুলোকে ছাড় দেওয়াই যায়। কিন্তু তাই বলে একটা বাক্য শুরু করে তার মাঝে আরেকটা বাক্য শেষ করে আবার আগের বাক্যে ফিরে আসা! হোঁচট শুধু এতেই না, চরিত্রগুলোর কথাবার্তা অন্য চরিত্রের মুখ থেকেও বেরিয়েছে কিছুক্ষেত্রে। এসবে একটু যত্ন নেয়া উচিত ছিলো। আর ই-বই তো, চাইলেই তো ঠিক করে ফেলা যায়।
এবারে আসা যাক মূল কাহিনীতে, একবসায় পড়ে ফেলার মতো একটা লেখনী। প্লট, টুইস্ট, লেখার সাবলীলতা একটি গতিশীল কাহিনী উপহার দিয়েছে। কিভাবে একজন এক ধূর্ত পুলিশের সম্ভাব্য সকল ভাবনাকে আগেই ধরে নিয়ে নিজের কাজের টাইমলাইন বানিয়ে গিয়েছে, ��িনিসটা অসাধারণ। চমক লাগলেও মূল সমাধানটা অনুমেয় ছিলো, যদিও যেভাবে কাহিনী এগিয়েছে, তাতে করে সেটাকে সযত্নে ঢেকে রাখা হয়েছে শেষ পর্যন্ত।
রুদ্র তালুকদার আর জিব্রান আহমেদকে নিয়ে আরো অভিযানের সঙ্গী হতে পারলে ভালো লাগবে। তবে এমনটা নয় যে দু'জনকে একসাথেই আসতে হবে। আলাদা আলাদা অভিযানের সঙ্গী নাহয় হলাম!

July 12, 2023