Ratings1
Average rating4
বহুদিন পর প্রায় একদিনে এবং রাতের ঘুম কিছুটা বিসর্জন দিয়ে একটা বই শেষ করার অর্থ বইটা ভালো লেগেছে।কাহিনী তার গতিতে এগিয়ে গেলেও লড়াইগুলো শুরু হয়ে উপভোগের আগেই যেন শেষ হয়ে গেছে। [b:অন্ধ জাদুকর 51250804 অন্ধ জাদুকর Shariful Hasan https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1581675876l/51250804.SY75.jpg 75983405] পড়ার সময়েই মনে হচ্ছিলো এই দীর্ঘ সময়ের জন্য এই বৃদ্ধদেরকেই কেন অপেক্ষা করতে হবে? তারা কি পারতো না নতুন জাদুকর খুঁজে তাদের প্রস্তুত করতে? বিপক্ষের সাথে লড়াইয়ের সময়ে বিষয়টা আরো মনে আসছিলো।বানান ভুল, ভেঙে যাওয়া শব্দ, উধাও হয়ে যাওয়া লাইনের অংশবিশেষ খুঁচিয়েছে। তবে বেশি যেটা চোখে লেগেছে, ক্যাজুয়াল পোশাকে রাতে বাইরে বেরিয়ে সারারাত বাইরে থেকে, সকালে কি করে একজনের কাছে খালি অফিস ইউনিফর্মই থাকতে পারে![b:অন্ধ জাদুকর 51250804 অন্ধ জাদুকর Shariful Hasan https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1581675876l/51250804.SY75.jpg 75983405] বইতে মনসুরের বাবা-মা সম্পর্কে বলা হলো তারা ফরিদ সালাহ উদ্দীনের কাছে কাজ করতো। একসাথেই মারা যায় তারা। তাদের দিল্লির সবচেয়ে বড় হাসপাতালে রেখে অনেকদিন চিকিৎসাও করানো হয়েছিলো। কিন্তু এ বইতে এসে লেখা হলো, কে বা কারা যেন মনসুরকে ডাস্টবিনের পাশে ফেলে রেখে গিয়েছিলো, সেখান থেকে উদ্ধার করেই নিজের কাছে রেখে দেন তিনি! এদিকে আরেকটু মনে হয় নজর দেয়া উচিত ছিলো লেখকের।শেষাংশের চমকটা বেশ অনুমেয়ই ছিলো, লেখক কিছুটা জোরও করেছেন ওদিকে চিন্তা করতে পাশাপাশি ওদিক থেকে দৃষ্টি সরানোরও চেষ্টা চালিয়েছেন। যদিও আমার মনে হচ্ছিলো চমকটা অন্যদিক থেকে আসলে খুব একটা মন্দ হতো না। জানি না আরেক খণ্ড আসবে কিনা, আসলে ভালো না আসলেও শেষ যেভাবে হয়েছে তাতে আটকাবে না।