Cover 5

অগ্নিনিরয়

অগ্নিনিরয়

দুই বইব্যাপী যে জাল বিছানো হয়েছে, শেষখন্ডে সে জালে টান লাগতেই দেখাগেলো চুনোপুঁটি, রুই-কাতলা সবই আছে সেখানে। কোনো চরিত্রই ফেলনা নয়, যে নাম একবার হলেও এসেছে আগের বইগুলোয়, ধরে নিতে হবে সবই মিলেমিশে একাকার হবে এখানে।
এতো চরিত্র আর এতো কাহিনী-ইতিহাস কল্পনার মিশেলে আঁকার পরে তাতে আবার যথার্থ রঙ দিয়ে ফুটিয়ে তোলা কষ্টসাধ্য বিষয়! যেভাবে লেখক সবকিছু এক সুতোয় বেঁধেছেন, প্রশংসা না করে আর উপায় কই?
কিছু খটকা তো থাকবেই, হাজার হোক মানুষ তো দেব বা শয়তান তো আর নন!
বর্তমানে ঘটা খুনগুলোকে ছাপিয়ে যাওয়া অতীতই যে এই বইয়ের মূল উপজীব্য। এতে এতোটাই ডুবে ছিলাম যে ১০০ বছর আগের রহস্যের সমাধানেই মনে হয়েছিলো ঘটনা শেষ হয়ে গেছে, ভুলেই গিয়েছিলাম মূল রহস্য তো বর্তমানে। তবে শুধু অতীত থাকলেও খারাপ হতো না বরং বর্তমানে এসে পদে পদে হোঁচট খেতে হয়েছে। এসব শেষ করার আগের কথা, শেষে তো লেখক সব সুতোই ছেড়ে দিলেন।
এবং শেষে এসে যে আপারকাট লেখক ঝাড়লেন তব্দা খেয়ে বসে আছি এখন!

June 25, 2023