Ratings43
Average rating3.6
ইশিগুরো সাহেব নোবেলটা পেতেই আমার মত যা তা পাঠকেরা হুমড়ি খেয়ে পড়েছে। আমিও পড়লাম। এটা ইশিগুরোর প্রথম উপন্যাস। নাতিদীর্ঘ, তবে বাঁধুনি আঁটো তাও না, বরং দুর্বল লেগেছে আমার কাছে।
গল্পে গল্প সামান্যই ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর জাপানের পুরাতন জাতীয়তাবাদ এবং নতুন পশ্চিম থেকে আসা গণতন্ত্রের সংঘাতটাই যতদূর যা আকর্ষণীয় লেগেছে। তা বাদে সংলাপ খুবই বিরক্তিকর রকমের পুনরাবৃত্তিমূলক ছিল।