Ratings1
Average rating5
সেফুদা যখন বলেন, “মদ খাবি, মানুষ হবি!” তা যে সর্বৈব র্যান্টিং নয়, তা এই বইটি না পড়লে আমার জানা হত না। মানুষের সভ্যতার সাথে মাতলামোর সম্পর্ক, তার ইতিহাস এত ভাইব্র্যান্ট, যে প্রায় অবিশ্বাস্য। বইটা ছোট, এবং পুরোটাই ক্যোটেবল। এজন্য ক্যোট না করাই ভালো।