Ratings18
Average rating3.3
When I learned that Steve Jobs re-read this book each year and the autiobook is read by Ben Kingsley, I knew I had to check it out. It proved to be more religious than I expected, relying on faith to explain much. Reading this helps to understand how Jobs could persue alternative medicine when diagnosed with cancer.
When I learned that Steve Jobs re-read this book each year and the autiobook is read by Ben Kingsley, I knew I had to check it out. It proved to be more religious than I expected, relying on faith to explain much. Reading this helps to understand how Jobs could persue alternative medicine when diagnosed with cancer.
এই অ-পূ-উ-উ-র-বো বইটিকে নিয়ে আগের প্রোফাইলে একটা রিভিউ লিখেছিলাম। বন্ধু মুহাম্মদ গতকাল মেসেজ করে বললো : “আবার লেখোনা ক্যান?”। কিন্তু এই বই নিয়ে আরেকবার গুছিয়ে লেখা আমার পক্ষে সম্ভব নয়। শুধু সামান্য কয়েকটা কথা :
“আত্মজীবনী” লেখার নাম করে এইরকম এক্সপোর্ট কোয়ালিটির গাঁজাখুরি কাহিনি রচনা করবার মতো সাহস, কল্পনাশক্তি এবং আত্মবিশ্বাস— পৃথিবীতে ভীষণ অল্পসংখ্যক মানুষের মধ্যে দেখা যায়। ইনি সেই ভীষণ অল্পসংখ্যক মানুষদের একজন। গাঁজাগল্প লেখার সময় অন্যরা গরুকে গাছে ওঠায়, নিজেরা নিচে দাঁড়িয়ে থাকে। এই ভদ্রলোক গরুর জন্যে অপেক্ষা করেননি, নিজেই গাছে উঠে পড়েছেন।
গরু ল্যাজ তুলে পালিয়েছে!
.