পিনবল

পিনবল

200 pages

Ratings1

Average rating4

15

প্রথম ২০ পাতার মতো পড়তে গিয়ে মন এবং মেজাজ দুটোই খারাপ হচ্ছিলো। সেটা খটমটে বাক্য-বিন্যাস, ভুলে ভরা বানান এবং ইংরেজি শব্দের বহুল ব্যাবহার-এর সম্মিলিত প্রচেষ্টায়। তারও কিছু পরে গিয়ে লেখার বেশ পরিবর্তন ঘটে আর কাহিনী গতিময়তা পায়। মানুষ শয়তানের দাস? সে নিজে শয়তানকে ডেকে আনে? নাকি সে নিজেই আসলে সয়তান?বইয়ের শেষ দিকে এসে মনে হচ্ছিলো অনেকটা যেনো [b:ডার্কফল 24317554 ডার্কফল Dean Koontz https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1420532694l/24317554.SY75.jpg 3047309] এর মতো কাহিনী। তবে শেষ টুইস্টটা কোনোভাবেই আশা করি নি। অনেকটা যেনো [b:ফাইট ক্লাব 24832129 ফাইট ক্লাব Chuck Palahniuk https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1423074761l/24832129.SY75.jpg 68729] এর মতো টুইস্ট শুরুতে যা মনে হচ্ছিলো ২ তারার বেশি পাবে না, শেষে এসে মনে হচ্ছিলো ৫ তারাই দেই, কিন্তু পুরো বই ভর্তি বানানভুল, খানিকটা কষ্টসাধ্য লেখনি এবং বইয়ের বাইন্ডিং এর অবস্থা সুবিধার না হবার কারণে ৩ তারা দিতে ইচ্ছা হচ্ছিলো, কিন্তু শেষমেশ ৪ তারাই সই!

March 6, 2023