Ratings1
Average rating3
হতাশা কাটানোর জন্য পড়তে গিয়ে যখন আশেপাশের ঘটতে থাকা ঘটনার জন্য হতাশ হয়ে যাই! কিয়েক্টাবস্থা!
প্রতিনিয়তই সমুদ্রের ঢেউয়ের মতো হতাশা আমাকে জর্জরিত করছে। (জি, এই বই পড়ার মাঝেও!) কিন্তু যখন এই বইটি নিয়ে বসছি, ক্ষণিকের জন্য হলেও হতাশাকে দূরে রাখতে পারছি। এমনকি পড়ার পরেও বেশ কিছুক্ষণ আসছে না সেসব অনুভূতি। কিন্তু পরে আবারো যা তাই অবস্থা।
মাত্রাতিরিক্ত টাইপো, সূচিপত্রে ছাপাখানার ভূত এসব না থাকলে উপভোগ্য হতো আরো অনেকটা।
মূল কথা একটাই, আপনার ঈমান যদি দৃঢ় হয়, আপনার তাকদীরে বিশ্বাসও তখন বেশি থাকবে, ফলে যাই আসুক, যাই ঘটুক আপনার সাথে আপনি কখনোই হতাশ হবেন না। এর স্বপক্ষে লেখক হাজির করেছেন কোরআনের আয়াত, রাসূলের হাদিস, বিভিন্ন ঘটনা।