Ratings9
Average rating4.9
এই বইয়ের বিশ্লেষণ আমার মত মূর্খে সম্ভবে না। অতএব, মতামতগুলোকে খুব একটা গুরুত্বের সাথে নেওয়ার দরকার নেই।
পড়তে গিয়ে প্রথমেই যে জিনিসটা মাথায় এসেছে, সেটা হচ্ছে বইটা ট্রাকটেটাস লজিক-ফিলোসফিকাসের মত গোছানো না। মৃত্যুর কিছুদিন আগে লেখা এই বইয়ের শেষের কিছু অংশ সম্পাদকদের সংযোজন, যা হয়ত উইটজেনস্টাইন নিজেও বাদ দিয়ে দিতেন।
তো, কী নিয়ে কথা বলে এই বই? উদ্দেশ্যই বা কী?
উদ্দেশ্যটা আগে বলে নিই, ওঁনার নিজের ভাষাতেই উদ্দেশ্যটা হলো:
464. My aim is: to teach you to pass from a piece of disguised nonsense to something that is patent nonsense.