Physics and Philosophy
Physics and Philosophy
Ratings1
Average rating5
Werner Heisenberg যেমনটা সবাই জানেন, মডার্ন ফিজিক্সের খুব গুরুত্বপূর্ণ এটি চরিত্র। কোয়ান্টাম মেকানিক্সের স্রষ্টা এবং কোয়ান্টাম ফিজিক্সের ফাউন্ডিং ফাদারদের একজন। ফলত, কোয়ান্টাম ফিজিক্সের দর্শন নিয়ে এই বইটিতে কিছু ফার্স্ট হ্যান্ড আইডিয়া আছে। রিলেটিভিটি ও কোয়ান্টাম ফিজিক্সের মত আপাত-অ্যাবসার্ড তত্ত্বগুলো কীভাবে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে এবং সেই বদলটা সাধারণের ভাষায় মোটামুটি বুঝিয়ে দিয়েছেন। তারসাথে উঠে এসেছে ফিজিক্সের ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে বিভিন্নযুগের দার্শনিকদের ভাবনা, ভাষা ও বিজ্ঞানের মিথষ্ক্রিয়া ইত্যাদি।