The Fundamental Wisdom of the Middle Way: Nāgārjuna's Mūlamadhyamakakārikā

The Fundamental Wisdom of the Middle Way

Nāgārjuna's Mūlamadhyamakakārikā

200 • 400 pages

Ratings2

Average rating5

15
Roy
Utsob RoySupporter

বৌদ্ধ ধর্ম ও দর্শনের এই বুদ্ধিবৃত্তিক দিকটা আমার খুব পছন্দ। বিশেষ করে কোনো কিছু মেনে নিয়ে যে হৃদয়বৃত্তি চলে অন্যান্য থিওলজি ও থিওলজিক্যাল মেটাফিজিক্সে সেটার সাথে তুলনায়।

এই বইতে প্রথমত নাগার্জুন এসেনশিয়ালিজমকে একেবারেই সমূলে তুলে ফেলেছেন, এক্সিসটেনশিয়ালিস্ট কনভেনশনাল রিয়্যালিটির স্বভাব ও গুরুত্ব বুঝিয়েছেন এবং বৌদ্ধধর্মের মূলনীতিগুলোর জন্য কেন এক্সিসটেনশিয়ালিজম অপরিহার্য সেটা ব্যাখ্যা করেছেন।

অবশ্য সে ব্যাখ্যা কমেন্টারি ছাড়া বোঝা সম্ভব না, অন্তত, যাদের বৌদ্ধ দর্শনে ও ভারতীয় দর্শনের ভাষায় দক্ষতা নেই তাদের দ্বারা একেবারেই না। বলা যায় গারফিল্ডের কমেন্টারি ছাড়া এগুলো আমার মাথা ঢুকতো না।

এখনো ভাবছি বইটা নিয়ে, পরে হয়ত লিখবো বিস্তারিত।

November 22, 2020