Ratings1
Average rating4
রাসেল সাহেবের যে দিকটা আমায় সবচেয়ে বেশি টানে সেটা হচ্ছে শিক্ষক (এডুকেটর, টীচার নয়) হিসেবে তাঁর ভূমিকা। আপামর জনগণের জন্য দর্শন, বিজ্ঞান ইত্যাদি নিয়ে লেখা বড্ড কঠিন। কার্ল সেগানের মত মানুষ সেটা বেশ ভালোভাবে করেছেন। তবু কার্ল সেগানের পদ্ধতি আরো কাব্যিক করে লেখা, মানুষের অনুভূতির কাছে আপীল জানানো। রাসেল মেদহীন লেখা লিখেও আগ্রহ ধরে রেখেছেন সমসাময়িক পাঠকদের।
তা বাদে, বইয়ের কন্টেন্টের অনেককিছুই এখন পুরনো, অনেক ভবিষ্যতবাণী কখনোই হয়ত আর সঠিক হওয়ার সম্ভবনা নেই। তবুও, মূল কথাগুলো এখনো প্রাসঙ্গিকতা হারায়নি বলে মনে হয়নি।
অভিজ্ঞ পাঠক এই বই না পড়লে কিছু মিস করবেন না।