আমাদের কাছে সব সময়ই কিছু অনুভূতি ভালো আর কিছু অনুভূতি খারাপ। আমি বরং খারাপ অনুভূতিগুলোকে খারাপ বলতে চাই না; এগুলো এমন অনুভূতি যা আমরা কেউ জীবনে তেমন একটা পেতে চাই না। যেমন হতাশা; অনেকেই নতুন কোনো কাজ করতে চায় না। কারণ, ‘যদি ব্যর্থ হই তাহলে তো অনেক হতাশ লাগবে। আর তাই সেই অনুভূতির মুখোমুখি হতে চাই না।’ কিন্তু কেউ যদি একটু হতাশ হওয়ার ভয়ে নতুন কিছু না-ই করে, তাহলে তো সে সামনে এগোতে পারবে না। শুধু মৃত মানুষ হতাশ হয় না, মৃত মানুষ কষ্ট পায় না। জীবিত থাকার মানেই কিন্তু এসব খারাপ-ভালো অনুভূতির অভিজ্ঞতা। হ্যাঁ আমরা ঠিকই চেষ্টা করব ভালো অনুভূতিগুলো আরও বেশি পেতে, কিন্তু তাই বলে কোনো খারাপ অনুভূতি আসবে না, এ রকম ভাবাটা অযৌক্তিক, হাস্যকর। ভাল্লাগে না--এই অজুহাতে অনেক সময়ই আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাখি। ভাবি, আজ ভাল্লাগছে না আগামী কাল করে ফেলব এরকম করে আমাদের জীবনের ‘আগামী কাল’কে কখনো হয়ত আর শেষ হয় না, আগামী কালই থেকে যায়। ভাল্লাগে না বইটিতে আমাদের যতসব ঢিলেমি (Procrastination) এবং সেইসব ঢিলেমি থেকে বের হয়ে জীবনে সফল হওয়ার উপায় তুলে ধরা হয়েছে।
Reviews with the most likes.
There are no reviews for this book. Add yours and it'll show up right here!