Ratings1
Average rating5
মাধব দত্ত : দ্যাখো, বড়ো বড়ো পণ্ডিতেরা সব তোমারই মতো— তারা ঘর থেকে তো বেরোয় না।
অমল : বেরোয় না?
মাধব দত্ত : না, কখন বেরোবে বলো। তারা বসে বসে কেবল পুঁথি পড়ে— আর কোনো দিকেই তাদের চোখ নেই। অমলবাবু, তুমিও বড়ো হলে পণ্ডিত হবে— বসে বসে এই এত বড়ো বড়ো সব পুঁথি পড়বে— সবাই দেখে আশ্চর্য হয়ে যাবে।
অমল : না না, পিসেমশাই, তোমার দুটি পায়ে পড়ি, আমি পণ্ডিত হব না— পিসেমশাই, আমি পণ্ডিত হব না!