Ratings1
Average rating4
গল্পগুলোয় চিন্তা-ভাবনার ইঙ্গিত লেখক রাখেন নি বলাটা যেমন সত্য, তেমনি মিথ্যা। তাঁর অনেকগুলো গল্পেই বরঞ্চ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কী ভাবতে হবে, আবার বেশকিছু গল্পে প্রচ্ছন্ন হলেও বেশ প্রকটভাবেই পাঠকের মনকে নির্দেশ দিয়েছেন ভাবনার জন্য।
গল্পসমগ্রের মাঝে কিভাবে যেন কয়েকটা স্মৃতিকথাও ঠাঁই পেয়েছে। খারাপ লাগে নি পড়তে ওগুলোও।