Ratings1
Average rating5
রিভিউ এর র'ও লিখতে পারি না আমি। যা লিখি, মানে যদি লিখি তা হলো পড়া শেষে তাৎক্ষণিক মনের অবস্থাটা।
ব্রাহ্মণ। নাম কালীপদ মুখুজ্জে। নিবাস রায়দীঘড়া।
কালীগুণীন মশাইয়ের ভক্ত হয়ে গিয়েছি। তার প্রতিটা এন্ট্রিই ছিলো চরম সাসপেন্সের মুহুর্তে।
সহজ সাবলীল ভাষায় কাহিনী এগিয়ে গেলেও কিছুটা আঞ্চলিক টান সৃষ্টির চেষ্টাটা চোখে লেগেছে। তাও যদি পুরো বইতেই থাকতো তাও নাহয় হতো, খণ্ড খণ্ড কিছু সংলাপে এরকম উচ্চারণে হোঁচট খেতে হয়েছিলো কিছুটা। তবে একটা তারা কাটা যাবার মতো কিছু নয় তা।
কালীগুণীনের আরো অভিযানের অপেক্ষায় রইলাম।