Gulliver's Travels

Gulliver's Travels

198 • 462 pages

Ratings158

Average rating3.5

15
Roy
Utsob RoySupporter

গালিভার'স ট্রাভেলস ছোটবেলায় যখন পড়েছি, শিশুপাঠ্য হিসেবে পড়েছি অর্থাৎ চারটি অভিযানের প্রথম দুটি। কয়েকদিন আগে ভারি ভারি বই থেকে হালকা কিছু পড়তে গুডরিডসের স্যাটায়ার জঁরায় ঢুঁ দিলাম। দেখি, গালিভার্স ট্রাভেলস। আষাঢ়ে গল্প বলা যায়, কিন্তু স্যাটায়ার! তো ভাবলাম, এমনিও পুরোটা পড়িনি, শুরু করা যাক!

ফিকশনের রিভিউয়ের বড় সমস্যা হচ্ছে স্পয়লার দেওয়ার সম্ভাবনা। কোনো কাহিনী না বলেও এটুকু বলা যায় বইয়ের তৃতীয় যাত্রাটি আমার সবচেয়ে পছন্দের। প্লেটোর ফিলোসফার কিং ও তার রাজ্যের একটা ভালো ক্যারিকেচার পাওয়া যায়।

তা বাদে সারা বইতে রাজনীতি, অর্থনীতি, ধর্ম ও বিচারব্যবস্থা এবং মোটের ওপর মানুষের বহুবিধ হিপোক্রেসী নিয়ে বেশ ভালোরকমের স্যাটায়ার আছে।

August 6, 2021