The Problems of Philosophy

The Problems of Philosophy

1900 • 107 pages

Ratings27

Average rating3.7

15

রাসেল সাহেবের সবচেয়ে বড় গুণ হচ্ছে ক্ল্যারিটি। তার মাল্টিডিসিপ্লিনারি পড়ালেখার জন্য খুব সহজেই অনেক প্যাঁচানো জিনিস এক্সপ্লেইন করতে পারেন।

এই বইটা খুব সংক্ষেপে ফিলোসফির মূল প্রশ্নগুলো, সেগুলোর উত্তরের হিস্টোরিকাল ডেভেলপমেন্ট, তাঁর নিজের মতামত এবং সব মিলিয়ে ফিলোসফির দরকারটা ছোট ছোট পরিচ্ছেদে রাসেল বলে ফেলেছেন। ফিলোসফির প্রাইমার হতে পারে অনেকের জন্য।

August 31, 2021