Ratings7
Average rating3.9
আমি (এবং বোধকরি মোটের ওপর মানুষ) দুঃখ-হতাশার গল্প পছন্দ করে। তো, হতাশার গল্পের পসার অনেক হলেও ব্যপ্তি চিন্তা করলে সবার আগে আসে জীবনসংগ্রাম, প্রেম, যুদ্ধ-বিগ্রহে স্বজন হারানো ইত্যাদি ইত্যাদি... জাগতিক কারণগুলো আরকি।
এই বইটাও হতাশার গল্প বলে। হতাশাটা একরকম পরাজয়ের আর পরাজয়টা তার সংগ্রামের মতই বড়। ফলত, হতাশাটাও আরো গভীর, পরিপূর্ণ।